জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক রাজনৈতিক দলের সঙ্গে

Published : ১৯:২২, ১৫ অক্টোবর ২০২৫
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের ‘অতি জরুরি’ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন ঐকমত্য কমিশনের সভাপতি এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার কিছু আগে বৈঠক শুরু হয়। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহ্মদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, রাজনৈতিক দলগুলোর সঙ্গে একই দিনের সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে পৃথক বৈঠক করে অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে।
জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আগামী শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলো সনদে স্বাক্ষর করার কথা রয়েছে। তবে সনদ বাস্তবায়নের উপায় এখনও চূড়ান্তভাবে ঠিক হয়নি। এই কারণে বৈঠকে উপস্থিত দলগুলো কমিশনের সুপারিশ আগে দেখতে চাইছে এবং সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে নিশ্চিত হতে চায়।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতের একটি বৈঠকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, ‘সাংবিধানিক আদেশ’ ছাড়া সংস্কার প্রক্রিয়া সম্পন্ন না হলে তারা সনদে স্বাক্ষর করবে না। এছাড়া, জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি স্পষ্ট না হওয়ায় জামায়াতে ইসলামীও সনদে সই করবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
এই বৈঠককে কেন্দ্র করে রাজনৈতিক মহল এবং গণমাধ্যমে আলোচনা-প্রত্যাশার মাত্রা বেড়ে গেছে। এখন নজর সবার দৃষ্টি রয়েছে আগামী শুক্রবারের অনুষ্ঠানে, যেখানে সনদে স্বাক্ষরের মাধ্যমে দেশব্যাপী রাজনৈতিক ঐক্যের একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হওয়ার কথা।
বিডি/এএন