বিকেল ৫টা পর্যন্ত স্থগিত শিক্ষকদের যমুনামুখী কর্মসূচি

বিকেল ৫টা পর্যন্ত স্থগিত শিক্ষকদের যমুনামুখী কর্মসূচি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২২, ১৬ অক্টোবর ২০২৫

তিন দফা দাবিতে আন্দোলনরত বেসরকারি শিক্ষকদের ‘মার্চ টু যমুনা’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।

শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

তিনি জানান, বিকেলে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আলোচনার পর পরিস্থিতি বিবেচনায় আন্দোলনের পরবর্তী ধাপের বিষয়ে পরামর্শ করা হবে।

অধ্যক্ষ দেলোয়ার বলেন, ‘শিক্ষা উপদেষ্টা যদি আমাদের চাকরি থেকে টার্মিনেট করেও দেন, আমরা ভিক্ষার চাকরি করবো না। সিএনজি চালাবো, কৃষিকাজ করবো—কিন্তু আত্মসম্মান বিসর্জন দেবো না।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবিগুলো ন্যায্য। শিক্ষকদের জীবন-সংকট আজ চরমে পৌঁছেছে। আমরা চাই সরকার দ্রুত শিক্ষার জাতীয়করণ বাস্তবায়ন করুক।’

উল্লেখ্য, জাতীয়করণের দাবিতে শিক্ষকদের এই কর্মসূচি টানা কয়েকদিন ধরে বিভিন্ন স্থানে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
বিস্তারিত আসছে...

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement