ডা. এজাজুল ইসলাম বাসে বসলেন সাধারণ যাত্রীর পাশে

ডা. এজাজুল ইসলাম বাসে বসলেন সাধারণ যাত্রীর পাশে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৫৯, ১৬ অক্টোবর ২০২৫

ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রা এবার অনেকের জন্য চমকের। কারণ, সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম।

গাজীপুর চৌরাস্তা থেকে তিনি বাসে উঠেন। সিট না পাওয়ায় ড্রাইভারের পাশের ছোট বসার জায়গায় বসে পড়েন।

বাসে থাকা একজন যাত্রী তার জন্য সিট ছেড়ে দিতে চাইলেও ডা. এজাজুল তা গ্রহণ করেননি। পরেও যখন অন্যরা শ্রদ্ধা দেখাতে চাইলেন এবং সিট ছেড়ে দেওয়ার প্রস্তাব দিলেন, তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসে থাকলেন।

সেই যাত্রী ফেসবুকে লিখেছেন, “আজ সকালে ময়মনসিংহ থেকে রাজিব বাসে ঢাকা আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে ডা. এজাজুল ইসলাম বাসে ওঠেন। আগে তাঁর সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি,

আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা। সিট না পেয়ে ড্রাইভারের পাশে বসার জায়গায় বসছিলেন। আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম, উনি বসলেন না। ওখানেই বসে থাকলেন। পরে অন্য যাত্রীরা সিট ছেড়ে দিতে চাইলেও উনি সেখানে থাকলেন। উনার পাশে আরেকজন যাত্রীকে বসতে বললেন।“

তিনি আরও উল্লেখ করেছেন, “বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারদের সাধারণভাবে হাঁটতে বা বসতে দেখা খুব কঠিন। কিন্তু ডা. এজাজুল, যিনি এত বড় ডাক্তার ও গুণী অভিনেতা, তিনি এতই সাধারণ চলাফেরা করলেন। তিনি সত্যিই গরিবের ডাক্তার।”

এই পোস্টটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই প্রশংসার ঝড় উঠেছে। অনেকেই মন্তব্য করেছেন, এটাই প্রকৃত তারকার পরিচয়। আরেকজন লিখেছেন, “এমন মানুষরা সমাজে আলোর দিশা দেখান।”

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement