চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ১৪ ইউনিটের চেষ্টা

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ১৪ ইউনিটের চেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩৮, ১৬ অক্টোবর ২০২৫

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে সিইপিজেডের আল হামিদ টেক্সটাইল নামের নয়তলা বিশিষ্ট ভবনটিতে আগুন লাগে। ভবনটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কর্মরত ছিলেন বলে জানা গেছে, যদিও অনেকেই আগুন লাগার পর দ্রুত ভবন থেকে বের হয়ে আসতে সক্ষম হন।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. জসিম উদ্দীন জানান, খবর পেয়ে ছয়টি স্টেশনের অন্তত ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগুন এখনো সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হলো, তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের কোনো একাংশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

এদিকে, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী, শিল্প পুলিশ এবং সিইপিজেড কর্তৃপক্ষের সদস্যরাও অবস্থান করছেন। কারখানার শ্রমিক ও আশপাশের এলাকাবাসীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা না গেলেও ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন পুরোপুরি নেভানোর পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement