টাকা না থাকায় শিক্ষকদের দাবি পূরণে বাধা: শিক্ষা উপদেষ্টা

টাকা না থাকায় শিক্ষকদের দাবি পূরণে বাধা: শিক্ষা উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৩০, ১৬ অক্টোবর ২০২৫

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের দাবিকে যৌক্তিক স্বীকার করলেও আর্থিক সংকটের কারণে সব দাবি পূরণ সম্ভব নয় বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি. আর. আবরার)।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে সচিবালয়ে আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন,
‘শিক্ষকদের বেতন কাঠামো অবশ্যই উন্নত হওয়া উচিত, তবে তা অর্থসংস্থানের ওপর নির্ভর করছে। অর্থের অভাবে এই মুহূর্তে পুরোপুরি তাদের দাবি বাস্তবায়ন সম্ভব নয়।’

তিনি আরও জানান, আগামী বাজেটে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধির প্রস্তাব থাকবে। তার ভাষায়,
‘আমরা প্রস্তাব করেছি—আগামী ১ নভেম্বর থেকে ৫ শতাংশ হারে বা ন্যূনতম ২ হাজার টাকা বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে। এর বেশি বর্তমানে সম্ভব নয়।’

অধ্যাপক আবরার শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,
‘জনদুর্ভোগের কথা চিন্তা করে আন্দোলন থেকে সরে এসে আলোচনা চালিয়ে যাওয়া উচিত।’

অন্যদিকে, বৈঠকের পর কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলওয়ার হোসেন আজিজী বলেন,
‘বৈঠকটি আসলে একটি প্রহসন ছাড়া কিছু নয়। শিক্ষা উপদেষ্টা আই ওয়াশ করেছেন। আমরা তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,
‘আগামী বাজেট নয়, আমরা চাই এই মাস থেকেই বাস্তবায়ন। বিকেল ৫টার মধ্যে সুনির্দিষ্ট সিদ্ধান্ত না এলে আমরা “মার্চ টু যমুনা” কর্মসূচিতে যাব।’

এমপিওভুক্ত শিক্ষকরা টানা পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি তিনটি—
১️. ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা বৃদ্ধি,
২️. ১৫০০ টাকা চিকিৎসা ভাতা,
৩️. কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা।

তারা বর্তমানে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করছেন এবং সারা দেশে কর্মবিরতি চলছে।

শিক্ষক নেতারা সতর্ক করে বলেছেন,
‘যদি প্রজ্ঞাপন না আসে, তাহলে জাতীয়করণের এক দফা আন্দোলনসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে,
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব ইতোমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
প্রস্তাবে সরকারের আর্থিক সামর্থ্য বিবেচনায় ৫, ১০, ১৫ ও ২০ শতাংশ পর্যন্ত ভাড়া বৃদ্ধির বিকল্প রাখা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement