ড. ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা: গোলাম পরওয়ার

Published : ২০:০৩, ১৬ অক্টোবর ২০২৫
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে “জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি: গণভোট ও পিআর পদ্ধতিতে নির্বাচন” শীর্ষক জাতীয় সেমিনারে তিনি এই অভিযোগ করেন।
সেমিনারে তিনি বলেন, সমালোচনার অধিকার সকলেরই আছে, তবে সেই সমালোচনার ভাষা হওয়া উচিত মার্জিত ও বিনয়ী।
মিয়া গোলাম পরওয়ার আরও অভিযোগ করেন, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে ঘিরে কিছু রাজনৈতিক দল তাদের পছন্দের কর্মকর্তাদের বদলির চেষ্টা চালাচ্ছে।
তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেন, জুলাই চার্টারে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর প্রবর্তনের প্রস্তাব অন্তর্ভুক্ত করা হোক।
এভাবে তিনি মূল অভিযোগ ও প্রস্তাব উভয়ই স্পষ্টভাবে তুলে ধরেন, যা ভোট ও নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক হবে।
বিডি/এএন