পিতৃত্বের আনন্দে হাসনাত আব্দুল্লাহ

পিতৃত্বের আনন্দে হাসনাত আব্দুল্লাহ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৩৭, ১৬ অক্টোবর ২০২৫

জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন। এই খবরে আনন্দ প্রকাশ করেছেন তার সহযোদ্ধা সারজিস আলম।

সারজিস আলম নিজের ফেসবুক পোস্টে জানিয়েছেন, “আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহ পুত্রসন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তার পরিবারের সবাইকে অপ্রত্যাশিত সব বিপদ থেকে রক্ষা করুন। সন্তানকে নেক জীবন দান করুন এবং দুনিয়া ও আখিরাতে গ্রহণযোগ্য করে তুলুন।”

জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হাসনাত আব্দুল্লাহ ও তার স্ত্রীর ঘরে জন্ম নেয় নবজাতক। মা ও সন্তান উভয়ই সুস্থ আছেন।

এবারের খবরে নেতার পরিবার ও সহযোদ্ধারা আনন্দিত এবং নতুন অতিথির আগমনে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement