টয়লেটে লুকিয়ে ছিল বিষাক্ত সাপ

Published : ১৭:২৪, ১৬ অক্টোবর ২০২৫
নেত্রকোণার কলমাকান্দায় টয়লেটে লুকিয়ে থাকা এক বিষাক্ত সাপের কামড়ে প্রাণ গেল রায়হান (৬) নামে এক শিশুর। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সদর ইউনিয়নের সাউদপাড়া গ্রামে।
নিহত শিশু রায়হান ওই গ্রামের মো. আক্তার হোসেন ও রাজিয়া বেগমের বড় ছেলে। সে স্থানীয় সাউদপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে পড়ত এবং পাশাপাশি গ্রামের একটি মক্তবে আরবি শিক্ষা গ্রহণ করত।
পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে রায়হান টয়লেটে গেলে সেখানে আগে থেকেই লুকিয়ে থাকা একটি বিষধর সাপ হঠাৎ তাকে ছোবল মারে। রায়হান তীব্র যন্ত্রণায় চিৎকার করলে পরিবারের লোকজন ছুটে গিয়ে দ্রুত তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
তবে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরাব হোসাইন লিংকন জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটি মারা যায়। তিনি বলেন, ‘সাপের বিষ শরীরে দ্রুত ছড়িয়ে পড়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।’
ঘটনার পর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও সহপাঠীরা রায়হানের আকস্মিক মৃত্যুর খবরে হতভম্ব হয়ে পড়েছেন। স্থানীয়রা বলছেন, এলাকায় সম্প্রতি সাপের উপদ্রব বেড়ে গেছে—এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার।
বিডি/এএন