মেট্রোরেলের নতুন সময়সূচি

Published : ১৮:১৯, ১৬ অক্টোবর ২০২৫
রাজধানীর যাত্রীদের আরও সুবিধা দিতে মেট্রোরেলের সময়সূচিতে বড় পরিবর্তন আনছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী রোববার (১৯ অক্টোবর) থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে মতিঝিল ও উত্তরা উত্তর প্রান্তে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ডিএমটিসিএলের মহাব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন) মো. নাসির উদ্দিন তরফদার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যাত্রীসেবা আরও উন্নত করা ও নাগরিকদের চলাচলে সুবিধা দিতে ডিএমটিসিএলের প্রতিশ্রুতির অংশ হিসেবে মেট্রোরেল পরিচালনার সময়সূচি বর্ধিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ও রাতের শেষ ট্রেনের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে।
এখন থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম মেট্রোরেল ছেড়ে যাবে সকাল ৬টা ৩০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট। আর শেষ ট্রেনটি ছাড়বে রাত সাড়ে ৯টায়, আগের সময় ছিল রাত ৯টা।
অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল সোয়া ৭টায় (আগে সকাল সাড়ে ৭টায়)। শেষ ট্রেনের সময়ও পেছানো হয়েছে — এখন রাত ১০টা ১০ মিনিটে, যা আগে ছিল রাত সাড়ে ৯টা।
তবে শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে। ওইদিন উত্তরা থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টায়, আর শেষ ট্রেন রাত ৯টায়। মতিঝিল থেকে উত্তরা অভিমুখে প্রথম ট্রেন ছাড়বে বিকেল ৩টা ২০ মিনিটে, শেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে।
ডিএমটিসিএল জানিয়েছে, যাত্রী চাহিদা ও সার্ভিস অভিজ্ঞতার ভিত্তিতে ভবিষ্যতে আরও সময় বৃদ্ধি বা পরিবর্তনের বিষয়ে বিবেচনা করা হবে।
বিডি/এএন