বদরুল আলম নাবিল ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জুরি সদস্য নির্বাচিত

বদরুল আলম নাবিল ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জুরি সদস্য নির্বাচিত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:৩১, ১৬ অক্টোবর ২০২৫

সাংবাদিক ও লেখক বদরুল আলম নাবিল ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-এর জুরি বোর্ডের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।  এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ডের আয়োজন করছে ডিজিটাল মিডিয়া ফোরাম (DMF)।

নব্বইয়ের দশকে অনুসন্ধানী সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা বদরুল আলম নাবিল ২০০৮ সাল থেকে টানা ১৭ বছর দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন বাংলাভিশন-এ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

সর্বশেষ তিনি নির্বাহী সম্পাদক হিসেবে চ্যানেলটির অনলাইন প্ল্যাটফর্মকে দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল নিউজ মিডিয়ায় রূপান্তরিত করেন।  বর্তমানে তিনি মাইটিভির সম্পাদক (অনলাইন ও প্রোগ্রাম) হিসেবে দায়িত্ব পালন করছেন।

ডিজিটাল মিডিয়ায় তার অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে বিবিসি মিডিয়া অ্যাকশন তার সাফল্যের ওপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছে।
তিনি এশিয়া টুয়েন্টিফোর, যুক্তরাষ্ট্রভিত্তিক iBTV USA এবং নিউইয়র্ক সময় পত্রিকার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

 জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনসহ প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেত্রীর যুক্তরাষ্ট্র ও ভারত সফর তিনি বিশেষ প্রতিনিধি হিসেবে কাভার করেছেন।

 এছাড়া গ্লোবাল মিডিয়া সামিটে অংশ নিতে জার্মানি ও চীন সরকারের আমন্ত্রণে ওই দেশগুলো সফর করেছেন এবং সংবাদ সংগ্রহের জন্য মোট ১৬টি দেশ ভ্রমণ করেছেন।

নাবিল বিবিসি মিডিয়া অ্যাকশন, জবস এওয়ানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে ট্রেইনার হিসেবে যুক্ত আছেন।  পাশাপাশি ডয়চে ভেলে (জার্মানি) ও সিসিটিভি (চীন)-এর বিভিন্ন আন্তর্জাতিক প্রকল্পে অংশ নিয়ে স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন।

বাংলা সাহিত্যের ছাত্র বদরুল আলম নাবিল সাংবাদিকতা, সাহিত্য ও রাজনীতি বিষয়ক পাঁচটি গ্রন্থের লেখক।  তিনি জাতীয় প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি এবং ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (BJC)-এর সদস্য।

 নিজ এলাকা কুয়াকাটার একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি তিনি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষক হিসেবেও পরিচিতি পেয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম পরিচালনা, সাহিত্য, সাংবাদিকতা, সংগঠন ও ডিজিটাল উদ্ভাবনে তার বলিষ্ঠ নেতৃত্বের স্বীকৃতি স্বরূপই বদরুল আলম নাবিল-কে ডিজিটাল মিডিয়া এক্সেলেন্স অ্যাওয়ার্ডের জুরি বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement