চার এএসপিকে চাকরি থেকে বরখাস্ত

চার এএসপিকে চাকরি থেকে বরখাস্ত ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৭, ২৩ অক্টোবর ২০২৫

সরকার চূড়ান্ত সিদ্ধান্তে ৪৩তম ব্যাচের চারজন এএসপিকে চাকরি থেকে অপসারণ করেছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের এই চার শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) এখন আর সরকারি চাকরিতে থাকবেন না।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে এই তথ্য প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা, ১৯৮১-এর ধারা ৬(২)-এর আওতায় এই চারজনকে সরাসরি চাকরি থেকে অপসারণ করা হলো।

চাকরিচ্যুত হওয়া চার এএসপির মধ্যে রয়েছেন—শের শাহ্, শোভন কুমার বিশ্বাস, মো. রওশন জামিল এবং আশফাক ফেরদৌস। প্রজ্ঞাপনে উল্লেখ আছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আদেশ জারি করা হয়েছে।

এ সিদ্ধান্ত অনুযায়ী, তারা আর পুলিশ সেবায় থাকতে পারবেন না এবং এ বিষয়ে সরকারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement