সাত দিনে বেদখল জমি ফেরাতে নতুন আইন

Published : ১৯:৫৪, ২৩ অক্টোবর ২০২৫
দেশে দীর্ঘদিন ধরে জমি দখল ও বেদখলের শিকার প্রকৃত মালিকদের জন্য এসেছে সুখবর। সম্প্রতি সরকার নতুন ভূমি আইন পাস করেছে,
যার আওতায় এখন মাত্র সাত দিনের মধ্যে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের থেকে জমি পুনরুদ্ধার করা যাবে।
নতুন আইন কার্যকর হওয়ায় দীর্ঘ সময়সাপেক্ষ আদালতের ঝঞ্ঝাট এড়ানো সম্ভব হবে। মূল মালিকরা তাদের জমির বৈধ দলিল সঙ্গে নিয়ে ডিসি অফিসে আবেদন করলে, সংশ্লিষ্ট নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি তদন্ত করবেন এবং সাত দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জমি মালিকের নিকট ফিরিয়ে দেবেন।
আইনের ধারায় বলা হয়েছে, যদি তদন্ত দীর্ঘায়িত হয়, তবে তিন মাসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। প্রমাণিত ক্ষেত্রে অবৈধ দখলদারদের সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
এছাড়া, আদালতের দীর্ঘসূত্রিতা এড়াতে নতুন ধারায় নির্দিষ্ট শ্রেণির জমি সংক্রান্ত বিরোধে সরাসরি ডিসি অফিসে আবেদন করা যাবে। বাটোয়ারা সংক্রান্ত (সম্পত্তি ভাগ-বণ্টন) বিরোধে লিগ্যাল এইড সেন্টারের মাধ্যমে বিনা খরচে দ্রুত সমাধান করা সম্ভব হবে। এতে ভাই-বোন বা ওয়ারিশদের মধ্যে জমি ভাগাভাগির সমস্যা সহজে নিষ্পত্তি করা যাবে।
তবে আইনের অপব্যবহার ঠেকাতে সতর্কবার্তা দিয়েছে সরকার—ভুয়া মালিক বা জাল দলিলধারীরা যদি অন্যের জমি দখল নিতে চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি প্রদান করা হবে।
বিশেষজ্ঞদের মতে, এই নতুন আইন কার্যকর হলে ভূমি দখল, দীর্ঘমেয়াদি মামলা এবং প্রভাবশালী ব্যক্তিদের মাধ্যমে জমি দখলের প্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। প্রকৃত মালিকরা এখন থেকে আইনগত প্রক্রিয়া মেনে দ্রুত তাদের সম্পত্তি পুনরুদ্ধারের সুযোগ পাবেন—এটাই নতুন ভূমি আইন কার্যকর করার মূল লক্ষ্য।
বিডি/এএন