হাসিনার পদত্যাগপত্র নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো

হাসিনার পদত্যাগপত্র নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৯, ২৩ অক্টোবর ২০২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যার শিরোনাম ছিল, “ব্রেকিং নিউজ– বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর উপরে নিষেধাজ্ঞা।”

এই দাবির প্রেক্ষিতে নানা ধরনের পোস্ট, মন্তব্য এবং শেয়ার লক্ষ্য করা গেছে।

ফ্যাক্টচেক সংস্থা রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, জাতিসংঘ বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থা এমন কোনো সিদ্ধান্ত নেনি। জাতিসংঘে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে—এরকম কোনো তথ্যই পাওয়া যায়নি।

এমনকি আন্তর্জাতিক ও স্থানীয় গণমাধ্যমেও এই দাবি সমর্থনের কোনো প্রমাণ নেই। মূলত, তথ্যবিহীন এই দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

প্রচলিত দাবিতে বলা হয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র যদি জাতিসংঘে জমা না দেওয়া হয়, তাহলে সেনাবাহিনীর ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

তবে, যেকোনো ধরনের এ ধরনের সিদ্ধান্ত জাতিসংঘ বা অন্য কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাস্তবায়িত হলে তা অবশ্যই আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে খবরের শিরোনাম হতো। কিন্তু, প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চে জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, বিশ্বস্ত সূত্র থেকে এই সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।

এছাড়াও, জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল এবং সামাজিক মাধ্যম হ্যান্ডেল (ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স) থেকেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ১৯ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রম বিভাগের মিলিটারি অ্যাফেয়ার্স দপ্তর (ওএমএ) নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে একটি চিঠি পাঠিয়েছে। ১৪ অক্টোবর পাঠানো ওই চিঠিতে বাংলাদেশের শান্তিরক্ষীর সংখ্যা কমানোর বিষয়ে উল্লেখ রয়েছে।

অতএব, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ হবে—এ ধরনের দাবিটি সম্পূর্ণ মিথ্যা এবং তথ্যবিহীন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement