’ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান শনিবার

Published : ২১:৩১, ২৩ অক্টোবর ২০২৫
ডিজিটাল সাংবাদিকতা ও উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো 'ডিজিটাল মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫' প্রদান অনুষ্ঠানের আয়োজন করছে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)।
শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে এই অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।
ডিজিটাল মিডিয়া ফোরামের (ডিএমএফ) সভাপতি মো. দেলোয়ার হোসেন জানান, নতুন প্রজন্মকে ডিজিটাল সাংবাদিকতা ও ইনোভেশনে উৎসাহিত করা এবং অনলাইন প্ল্যাটফর্মে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের সম্মাননা প্রদানের লক্ষ্যেই এই আয়োজন।
এ বছর ১৯টি ক্যাটাগরিতে সেরা ডিজিটাল কন্টেন্ট, রিপোর্ট এবং টিমের পাশাপাশি সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে।
উল্লেখযোগ্য ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে, সেরা ইনভেস্টিগেটিভ রিপোর্ট (ডিজিটাল), সেরা বিজনেস রিপোর্টিং, সেরা ফিচার/স্টোরিটেলিং, সেরা করপোরেট ডিজিটাল কমিউনিকেশনস টিম, সেরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার (ইতিবাচক অবদান) এবং লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এছাড়াও বিশেষ ক্যাটাগরিতে কয়েকজনকে বিশেষ সন্মাননা দেওয়া হবে।
বিডি/এএন