শ্রম আইন সংশোধন ও আরপিও আইনের অনুমোদন

শ্রম আইন সংশোধন ও আরপিও আইনের অনুমোদন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:০০, ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশের উপদেষ্টা পরিষদ চূড়ান্ত অনুমোদন দিয়েছে শ্রম আইন সংশোধন (অ্যামেন্ডমেন্ট) অধ্যাদেশ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ (আরপিও বা Representation of People Order) আইন পাসের জন্য।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল এ তথ্য জানান।

উপদেষ্টা পরিষদের বৈঠক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠিত হয়। এ বৈঠকে শুধু শ্রম আইন সংশোধন এবং আরপিও আইন নয়, আরও তিনটি আইনের নীতিগত অনুমোদন দেওয়া হয়। এই তিনটি আইন হলো- সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, দুর্নীতি দমন কমিশন আইন এবং জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন।

ড. আসিফ জানান, তিনটি আইন নীতিগতভাবে অনুমোদনের পর উপদেষ্টা পরিষদে চূড়ান্ত অনুমোদনের জন্য উত্থাপন করা হবে। এই পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে বৈষম্যহীন ন্যায়বিচার নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠায় আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে আসে।

সব মিলিয়ে, উপদেষ্টা পরিষদের এই সিদ্ধান্ত আইনি প্রক্রিয়াকে শক্তিশালী করার পাশাপাশি দেশের শ্রম ও নির্বাচনী ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রতিফলন ঘটাবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement