ব্যাংক হিসাবের জন্য নতুন করমুক্ত সীমা তিন লাখ টাকা

ব্যাংক হিসাবের জন্য নতুন করমুক্ত সীমা তিন লাখ টাকা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:৩৬, ২৩ অক্টোবর ২০২৫

এবার থেকে ব্যাংক হিসাবধারীদের জন্য আবগারি শুল্কে আর অতিরিক্ত বোঝা থাকবে না। সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যাংক হিসাবের জন্য করমুক্ত সীমা বৃদ্ধি করা হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, কোনো ব্যাংক হিসাবের সর্বোচ্চ ব্যালেন্স বছরে তিন লাখ টাকার বেশি হলে কেবল তখনই সেই হিসাব থেকে আবগারি শুল্ক কাটা হবে। এর আগে এই সীমা মাত্র এক লাখ টাকা ছিল। ফলে সাধারণ গ্রাহকরা এবার কিছুটা আর্থিক স্বস্তি উপভোগ করতে পারছেন।

চলতি অর্থবছর ২০২৪–২৫-এর বাজেটে এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়েছিল এবং এটি গত জুলাই মাস থেকে কার্যকর হয়েছে। সাধারণত ডিসেম্বরের শেষ সপ্তাহে ব্যাংকগুলো গ্রাহকের হিসাব থেকে নির্ধারিত হারে শুল্ক কেটে নেয় এবং গ্রাহকের মোবাইলে কর্তনের বার্তা পাঠায়।

আবগারি শুল্ক কী ও কখন প্রযোজ্য:
আবগারি শুল্ক হলো সরকারের আরোপিত এক ধরনের পরোক্ষ কর, যা কোনো আয় বা মুনাফার ওপর নয়, বরং নির্দিষ্ট পণ্য, সেবা বা আর্থিক লেনদেনের ওপর ধার্য হয়। অর্থাৎ, বছরে একবার যদি কোনো ব্যাংক হিসাবের ব্যালেন্স তিন লাখ টাকার বেশি হয়, তাহলে সেই হিসাব থেকে শুল্ক কাটা হবে। শুল্কের উদ্দেশ্য হলো সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করা এবং উচ্চ আয়ের ব্যক্তিদের করের আওতায় আনা।

আবগারি শুল্কের হার:

৩ লাখ টাকার নিচে কোনো শুল্ক নেই।

৩ লাখ ১ টাকা থেকে ৫ লাখ টাকা পর্যন্ত স্থিতিতে ১৫০ টাকা।

৫ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকার স্থিতিতে ৫০০ টাকা।

১০ লাখ ১ টাকা থেকে ৫০ লাখ টাকার স্থিতিতে ৩,০০০ টাকা।

৫০ লাখ ১ টাকা থেকে ১ কোটি টাকার স্থিতিতে ৫,০০০ টাকা।

১ কোটি ১ টাকা থেকে ২ কোটি টাকার স্থিতিতে ১০,০০০ টাকা।

২ কোটি ১ টাকা থেকে ৫ কোটি টাকার স্থিতিতে ২০,০০০ টাকা।

৫ কোটি টাকার বেশি হলে সর্বাধিক ৫০,০০০ টাকা শুল্ক প্রযোজ্য।

কর্তনের নিয়মাবলী:
প্রতি বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে কোনো সময় কোনো গ্রাহকের হিসাবের ব্যালেন্স যদি একবারও তিন লাখ টাকার বেশি হয়, তাহলে শুল্ক কাটা হবে। একাধিকবার সীমা অতিক্রম হলেও বছরে একবারই শুল্ক প্রযোজ্য।

যদি একজন গ্রাহকের একাধিক ব্যাংকে হিসাব থাকে, প্রতিটি হিসাব থেকে পৃথকভাবে শুল্ক কর্তন করা হবে। উদাহরণস্বরূপ, যদি কোনো ব্যক্তির তিনটি ব্যাংক হিসাবের প্রতিটিতে ৪ লাখ টাকা থাকে, তবে প্রতিটি হিসাব থেকে ১৫০ টাকা করে মোট ৪৫০ টাকা শুল্ক কাটা হবে।

শুল্ক প্রযোজ্য হিসাবের ধরন:

সঞ্চয়ী হিসাব

চলতি হিসাব

মেয়াদি আমানত (FD)

ডিপোজিট পেনশন স্কিম (DPS)

বেতনভিত্তিক হিসাব

ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে গ্রাহকের হিসাব থেকে অর্থ কেটে সরকারি কোষাগারে জমা দেয়।

সংক্ষেপে, নতুন নিয়মের কারণে এবার সাধারণ গ্রাহকদের ব্যাংক হিসাব থেকে অতিরিক্ত শুল্ক কাটা হবে না এবং উচ্চ ব্যালেন্সধারীদের জন্যই শুল্ক প্রযোজ্য হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement