মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই : সৈয়দ জয়নুল আবেদীন

Published : ২০:১৭, ২৩ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই।
অতীতে বহু দল ও মত দেশ পরিচালনা করেছে কিন্তু জাতিকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে পারেনি।
কারণ মানুষের তৈরি আইনে কখনো কল্যাণ আসে না, আসবে না। সৃষ্টি যার, জমিন যার; আইন চলবে তার। জামায়াতে ইসলামী এক আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়নে কাজ করছে। জামায়াত ক্ষমতায় গেলে কোনো ব্যক্তি বা দলীয় মতবাদে রাষ্ট্র পরিচালিত হবে না।
রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইনে। তবেই সমাজ থেকে অন্যায়, অনাচার, অপকর্ম দূর হয়ে একটি আলোকিত সমাজ গঠিত হবে। বুধবার রাতে ঢাকা-৪ সংসদীয় এলাকার শহীদ নগরে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়।
মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠীর বিভাজনের ভিত্তিতে নয়, রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না।
জামায়াতে ইসলামীতে সন্ত্রাস-চাঁদাবাজ নেই উল্লেখ করে সৈয়দ জয়নুল আবেদীন বলেন; দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ দমনে জামায়াত বদ্ধপরিকর।
জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী এবং সাবেক সেক্রেটারী শহীদ আলী আহসান মুজাহিদ উভয়ে তিনটি মন্ত্রণালয়ে মন্ত্রীর দায়িত্ব পালন করেছে।
তাদের দায়িত্ব পালনকালে দুই পয়সার দুর্নীতি হয়েছে আজ পর্যন্ত কেউ সেই অভিযোগ করতে পারেনি। এক-এগারোর সরকার অণুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজেও জামায়াতের কোনো নেতাকর্মীর এক পয়সা দুর্নীতির প্রমাণ করতে পারেনি।
অথচ ইসলামী দল ব্যতীত অন্য সব দলের প্রধান থেকে শুরু করে তৃণমূলের সামান্য একজন কর্মীও দুর্নীতিতে লিপ্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। শুধু দুর্নীতির প্রমাণই নয়, তারা দুর্নীতিতে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ান করেছে। পরবর্তীতে দেশ ছেড়ে পালিয়েও গেছে। বিদেশে বিলাসী জীবন করা নেতাকে আজকে জাতির সামনে ত্যাগী নেতা হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসী নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তোলা যাবে না।
সেজন্য দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস মুক্ত নেতৃত্বকে নির্বাচিত করতে হবে। তিনি স্থানীয়দের সহযোগিতা ও সমর্থন কামনা করে বলেন, জনগণ সুযোগ দিলে অবহেলিত ঢাকা-৪ সংসদীয় এলাকাকে আধুনিক ও নিারপদ নগরী হিসেবে গড়ে তোলা হবে।
শ্যামপুর পশ্চিম থানা আমীর মাওলানা আব্দুর রব ফারুকী’র সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মো. আসাদুল্লাহ্ শেখের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফেজ হাজী মো. এনায়েত উল্লাহ’র উদ্যোগে বেকারত্ব দূরীকরণে লক্ষ্যে অটোরিকশা বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে অস্বচ্ছল ব্যক্তিকে অটোরিকশা বিতরণ করা হয়েছে। বুধবার রাতে গণসংযোগ শেষে তিনি অটোরিকশা উপহার প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর উত্তর থানা আমীর মাওলানা নাজমুল হক, থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানসহ থানা কর্মপরিষদ এবং ওয়ার্ড ও ইউনিটের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিডি/এএন