আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি জানিয়েছেন, ডিসেম্বরের প্রথম সপ্তাহেই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে এবং আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য দেন।
ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “আমরা ইতোমধ্যে নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি ও প্রকাশ করেছি। সব কিছুই এগোচ্ছে পরিকল্পনা অনুযায়ী। রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই ভোট অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথম ভাগে আমরা তফসিল ঘোষণা করব। মিডিয়া ও জনগণের সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন উপহার দিতে চাই।”
গণভোট সংসদ নির্বাচনের আগে নাকি পরে হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়টি এখনো কমিশনের আলোচনায় আসেনি। সরকার এ নিয়ে কী ভাবছে, সেটিও আনুষ্ঠানিকভাবে আমাদের জানায়নি। সিদ্ধান্ত হলে অবশ্যই সবাইকে জানানো হবে।”
পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্তের ওপরই তা নির্ভর করছে, আমরা এখন সে সিদ্ধান্তের অপেক্ষায় আছি।”
নির্বাচনী প্রতীকের প্রসঙ্গে তিনি জানান, “প্রতীকের তালিকা নির্বাচন পরিকল্পনা বিধিমালার আওতাভুক্ত। কমিশন নিয়মিতভাবে এই তালিকা পরিমার্জন ও হালনাগাদ করে থাকে। এ সংক্রান্ত সব কার্যক্রম আমরা ইতিমধ্যেই শেষ করেছি।”
তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের জন্য নভেম্বর থেকেই নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পাশাপাশি যেসব কয়েদি আসামি আছেন, তারাও যাতে ভোট দিতে পারেন, সে ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।
সাংবাদিকদের এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 
				 
						
 
											 
											 
											 
											































