৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪২, ৯ নভেম্বর ২০২৫

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চলা আন্দোলনের মুখে সরকারি কর্মকমিশন (পিএসসি) সিদ্ধান্ত নিয়েছে, নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজন করা হবে। পিএসসির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তনের কোনো সুযোগ নেই।

আজ রবিবার পিএসসির গণসংযোগ কর্মকর্তা মো. মতিউর রহমান সাংবাদিকদের জানান, ‘যথাসময়ে, অর্থাৎ ২৭ নভেম্বর, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই।’

এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সদর দপ্তরের সামনে পরীক্ষা পেছানোসহ অন্যান্য দাবিতে যে আন্দোলন চলছে, পুলিশ সেখানে কঠোর অবস্থান নিয়েছে। শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জানিয়েছেন, পিএসসির সামনে ক্রাউড তৈরি করে স্লোগান না দিতে এবং সড়ক অবরোধ না করার অনুরোধ জানিয়েছে পুলিশ। আন্দোলনকারীদের সেখানে থেকে সরতে ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে।

এর আগে দুপুর ১২টার দিকে, ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার যৌক্তিক সময়ের দাবি, পিএসসির স্বৈরাচারী আচরণ এবং ছাত্রদের ওপর ন্যক্কারজনক হামলার প্রতিবাদে পরীক্ষার্থীরা লাগাতার কর্মসূচির অংশ হিসেবে ‘লং মার্চ টু পিএসসি’ শীর্ষক কর্মসূচি শুরু করেন। তারা মিছিল নিয়ে পিএসসির সামনে অবস্থান নেন এবং আন্দোলনের মাধ্যমে পরীক্ষা পেছানোর দাবিতে সরকারের প্রতি আর্জি জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement