আ.লীগের সুবিধাভোগীরাই বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রেস সচিব

আ.লীগের সুবিধাভোগীরাই বিভ্রান্তি ছড়াচ্ছে: প্রেস সচিব ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৭, ৭ নভেম্বর ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা অতীতে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, তারাই এখন নির্বাচনকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছেন।

তিনি বলেন, সারাদেশে ইতোমধ্যে নির্বাচনী আমেজ তৈরি হয়েছে, জনগণ ভোটের অপেক্ষায়, আর এই গণতান্ত্রিক প্রক্রিয়া কোনোভাবেই থামানো যাবে না।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণা সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সরকার গণতন্ত্রের চর্চা ও অংশগ্রহণমূলক রাজনীতি নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি উল্লেখ করেন, নির্বাচনকে ঘিরে সরকারের লক্ষ্য হলো—একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা, যাতে জনগণ নিজেদের মত প্রকাশের সুযোগ পায়।

শফিকুল আলম বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সরকারের নীতি ও কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করার দায়িত্ব পালন করে। সঠিক তথ্য তুলে ধরা এবং ইতিবাচক বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়ায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “সরকার ও গণমাধ্যমের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা থাকলে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, দায়িত্বশীল, নিরপেক্ষ ও গঠনমূলক সাংবাদিকতা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। “সরকারের উন্নয়ন কার্যক্রমকে জনমুখী করতে গণমাধ্যম আমাদের অন্যতম সহযোগী শক্তি,” যোগ করেন তিনি।

সভায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা স্থানীয় নানা সমস্যা, উন্নয়ন সম্ভাবনা এবং সাংবাদিকতা পেশায় বিদ্যমান চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। পাশাপাশি সাংবাদিকতার মানোন্নয়ন ও পেশাগত সুরক্ষা বৃদ্ধির বিষয়ে বিভিন্ন পরামর্শও দেন।

প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকার সবসময় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা রক্ষায় বিশ্বাসী। গণমাধ্যম যত শক্তিশালী হবে, রাষ্ট্র তত বেশি জবাবদিহিমূলক হবে—এই নীতিতেই সরকার কাজ করছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement