নির্বাচনেই স্থিতিশীলতা ফিরবে: সেনাসদর

নির্বাচনেই স্থিতিশীলতা ফিরবে: সেনাসদর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:২১, ৫ নভেম্বর ২০২৫

দেশের জনগণের মতোই সেনাবাহিনীও সরকারের নির্ধারিত রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। সেনাবাহিনীর বিশ্বাস, একটি সফল নির্বাচন অনুষ্ঠিত হলে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিও ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।

বুধবার (৫ নভেম্বর) সেনাসদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

তিনি বলেন, “দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে। সেই রূপরেখায় সময়সীমাও স্পষ্টভাবে নির্ধারণ করা আছে। আমরা আশা করি, নির্বাচনের মাধ্যমে দেশের স্থিতিশীলতা আরও সুদৃঢ় হবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে, আর তখন সেনাবাহিনীও সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেই সময়ের অপেক্ষায় আছি।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান আরও বলেন, “সরকার এখন পর্যন্ত নির্বাচনের যে রূপরেখা প্রণয়ন করেছে, সেনাবাহিনী সেই অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে। বর্তমানে আমাদের প্রশিক্ষণ কার্যক্রম সীমিত আকারে চললেও নির্বাচনের সময় কীভাবে দায়িত্ব পালন করতে হবে, সেটি মাথায় রেখেই প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে।”

তিনি আরও উল্লেখ করেন, “শান্তিকালীন সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব হলো যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়া। আমরা একটি নীতির অনুসরণ করি—‘উই ট্রেইন অ্যাজ উই ফাইট’, অর্থাৎ আমরা যেমন প্রশিক্ষণ নেই, তেমনভাবেই বাস্তবে লড়াই করি।”

সেনাবাহিনীর এই জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গত ১৫ মাস ধরে সেনাবাহিনী মাঠে রয়েছে এবং বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করছে। তিনি বলেন, “নির্বাচন পর্যন্ত কিংবা তার কিছুটা পরেও যদি আমাদের মাঠে থাকতে হয়, তবে প্রশিক্ষণ কার্যক্রম আরও কিছুটা ব্যাহত হবে। তবে এই সময়টায় সেনাবাহিনী অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে, যা সহজ ছিল না।”

তিনি আরও বলেন, “গত ১৫ মাসে আমরা যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তা ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং ও ব্যতিক্রমী। এমন পরিস্থিতি বাংলাদেশ প্রায় দেখেনি। তাই আমরাও চাই, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আমরা আমাদের স্বাভাবিক দায়িত্ব পালনের জন্য সেনানিবাসে ফিরে যেতে পারি।”

লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানের ভাষ্য অনুযায়ী, সেনাবাহিনী সবসময় দেশের স্থিতিশীলতা, শান্তি ও গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সে লক্ষ্যে পেশাদারিত্বের সঙ্গে কাজ চালিয়ে যাচ্ছে।

 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement