দেশের তরুণ প্রজন্মকে আত্মরক্ষায় দক্ষ করে তুলতে বড় উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, যা নভেম্বর মাস থেকেই শুরু হতে যাচ্ছে।
এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কার্যক্রমটি পরিচালিত হবে বিকেএসপির (বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান) সাতটি আঞ্চলিক কেন্দ্রে।
মোট শতাধিক ব্যাচে ১৫ দিন মেয়াদি এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক ও যুবতীরা। সরকারি তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে মোট ৮ হাজার ৮৫০ জন তরুণ-তরুণী অংশ নেওয়ার সুযোগ পাবেন। প্রশিক্ষণ শেষে প্রতিটি অংশগ্রহণকারীকে ভাতা ও সার্টিফিকেট প্রদান করা হবে।
প্রশিক্ষণের বিষয়বস্তু:
এই কর্মসূচিতে প্রশিক্ষণ দেওয়া হবে আত্মরক্ষার চারটি গুরুত্বপূর্ণ বিষয়ে— জুডো, কারাতে, তায়কোয়ানদো এবং আগ্নেয়াস্ত্র চালানোর প্রাথমিক ধারণা।
অংশগ্রহণের যোগ্যতা:
প্রশিক্ষণে অংশ নিতে হলে প্রার্থীদের ন্যূনতম এসএসসি পাস হতে হবে। পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
সুবিধা ও ভাতা:
নির্বাচিত প্রশিক্ষণার্থীদের জন্য বিকেএসপি কর্তৃপক্ষ আবাসন, খাবার, ট্র্যাকসুট, টি-শার্ট এবং কেডস সরবরাহ করবে। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের ৪,২০০ টাকা প্রশিক্ষণ ভাতা এবং একটি স্বীকৃত সনদ প্রদান করা হবে।
প্রশিক্ষণ সময়সূচি:
আগামী ২২ নভেম্বর শুরু হবে ১৫ দিনব্যাপী এই আত্মরক্ষামূলক প্রশিক্ষণ কর্মসূচি।
আবেদন প্রক্রিয়া:
যেসব তরুণ-তরুণী এই প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহী, তারা অনলাইনে আবেদন করতে পারবেন বিকেএসপির অফিসিয়াল ওয়েবসাইট bkspds.gov.bd-এ গিয়ে। সাইটে প্রয়োজনীয় তথ্য, আবেদন ফর্ম ও বিস্তারিত নির্দেশনা পাওয়া যাবে।
এই উদ্যোগের মাধ্যমে তরুণ সমাজকে শুধু আত্মরক্ষায় দক্ষ করা নয়, বরং আত্মবিশ্বাসী, শৃঙ্খলাবদ্ধ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সরকারের মূল লক্ষ্য।


































