ডিএমপি ও জেলা পুলিশের বড় পদায়ন

ডিএমপি ও জেলা পুলিশের বড় পদায়ন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:৪২, ১৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ পুলিশের মোট ১৫ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে একযোগে রদবদল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি হওয়া দুটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলি–পদায়নের বিষয়টি উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মো. ইসরাইল হাওলাদারকে বদলি করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পিবিআইয়ের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলমকে গাইবান্ধার পুলিশ সুপার করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইনকে ফরিদপুরে, আর ডিএমপির উপ–পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে দিনাজপুরের পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার এ. এন. এম. সাজেদুর রহমানকে বদলি করে পাবনায় পাঠানো হয়েছে। ডিএমপির উপ–পুলিশ কমিশনার গৌতম কুমার বিশ্বাসকে হবিগঞ্জের নতুন এসপি করা হয়েছে। একই সঙ্গে ডিএমপির আরেক উপ–পুলিশ কমিশনার মোহাম্মদ বিল্লাল হোসেনকে নীলফামারীর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়েছে, প্রশাসনিক স্বার্থে এই রদবদল করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement