২০২৬ সালে ব্যাংকের ছুটি কতদিন

২০২৬ সালে ব্যাংকের ছুটি কতদিন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:৪২, ১৬ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংক আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের জন্য ব্যাংকিং খাতের ছুটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে।

এ তালিকা অনুযায়ী, আগামী বছরে সরকারি ও ধর্মীয় বিভিন্ন উপলক্ষ্য মিলিয়ে ব্যাংকগুলো মোট ২৮ দিন বন্ধ থাকবে। দেশের সব তফসিলি ব্যাংকের ক্ষেত্রেই এই ছুটির তালিকা প্রযোজ্য হবে।

রোববার (১৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইট সুপারভিশন থেকে আনুষ্ঠানিকভাবে ছুটির এ তালিকা প্রকাশ করা হয়। পরে তা সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে, যাতে তারা পরবর্তী কার্যক্রম এই সময়সূচির ভিত্তিতে পরিচালনা করতে পারেন।

তালিকা অনুযায়ী, বছরের প্রথম সরকারি ছুটি শুরু হবে শবে-বরাতের মাধ্যমে। এ উপলক্ষে ৪ ফেব্রুয়ারি ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। একই মাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারিতেও ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এরপর শবে কদর উপলক্ষে ১৭ মার্চ ছুটি নির্ধারিত হয়েছে।

মার্চের শেষ ভাগে জুমাতুল বিদা ও ঈদুল ফিতর উপলক্ষে ব্যাংকগুলো ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট পাঁচদিন বন্ধ থাকবে। এর মধ্যে ঈদের আগের দুদিন, ঈদের দিন এবং পরের দুদিন ছুটি গণনা করা হয়েছে। এ পাঁচ দিনের মধ্যে দুই দিন সাপ্তাহিক ছুটি পড়েছে।

এর পরবর্তী ছুটি ২৬ মার্চ—স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সেদিন ব্যাংক বন্ধ থাকবে।

চৈত্র সংক্রান্তি উপলক্ষে (শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা) ১৩ এপ্রিল এবং বাংলা নববর্ষের কারণে ১৪ এপ্রিল ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে। এরপর মে দিবস ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে ১ মে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষ্যে ২৬ থেকে ৩১ মে ব্যাংকগুলো পাঁচদিন বন্ধ থাকবে, যার মধ্যে দুটি দিন সাপ্তাহিক ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া আশুরা ২৬ জুন, ব্যাংক হলিডে ১ জুলাই, জুলাই গণঅভ্যুত্থান দিবস ৫ আগস্ট, ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট, জন্মাষ্টমী ৪ সেপ্টেম্বর, দুর্গাপূজা উপলক্ষে ২০ ও ২১ অক্টোবর, বিজয় দিবস ১৬ ডিসেম্বর, বড়দিন ২৫ ডিসেম্বর এবং ব্যাংক হলিডে উপলক্ষে ৩১ ডিসেম্বর ব্যাংক বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সুপারভিশন জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ নভেম্বরের প্রজ্ঞাপনের ভিত্তিতেই ব্যাংকখাতের এই ছুটির তালিকা প্রস্তুত ও কার্যকর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছর অর্থাৎ ২০২৪ সালে তফসিলি ব্যাংকগুলোর মোট ছুটির সংখ্যা ছিল ২৪ দিন। আগামী বছর সেই সংখ্যা বেড়ে ২৮ হয়েছে, যা কার্যদিবস নির্ধারণে ব্যাংকগুলোকে আগেই পরিকল্পনা করার সুযোগ করে দেবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement