রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে বৃহস্পতিবার রাতের পরিবর্তে শুক্রবার দিবাগত রাতে আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান।
তাঁর জানান, খালেদা জিয়া বর্তমানে সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল সফর করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে উপস্থিত ছিলেন।

































