আগামী সপ্তাহেই দুই উপদেষ্টার পদত্যাগ

আগামী সপ্তাহেই দুই উপদেষ্টার পদত্যাগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৫৪, ২৮ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকারের উপদেষ্টা পরিষদের দুই সদস্য আগামী সপ্তাহেই পদত্যাগ করতে পারেন।

তারা হলেন—স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার আগেই তারা পদত্যাগপত্র জমা দেবেন বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রস্তুতি
সূত্র জানায়, দুজন উপদেষ্টা জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী সমন্বয়কদের দলে ছিলেন। পদত্যাগের পর তারা নির্বাচনী মাঠে সক্রিয়ভাবে নামবেন। বিএনপি যে আসনগুলো ছাড়তে পারে, সেখানে দুজনই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে। তাদের পদত্যাগের বিষয়টি মৌখিকভাবে প্রধান উপদেষ্টাকে ইতোমধ্যে জানানো হয়েছে।

তফসিল ১০ ডিসেম্বরের মধ্যে, সম্ভাব্য ভোট ৮ ফেব্রুয়ারি
নির্বাচন কমিশন ১০ ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে। এর আগে ৫ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত হবে ভোটার তালিকা। এখন পর্যন্ত সম্ভাব্য ভোটগ্রহণের তারিখ ৮ ফেব্রুয়ারি বলেও জানা গেছে।

জোট রাজনীতিতে অস্থিরতা, এনসিপিতে ভাঙনের আশঙ্কা
নির্বাচনের প্রস্তুতির পাশাপাশি রাজনৈতিক দলগুলো জোট হিসাব-নিকাশেও ব্যস্ত সময় পার করছে। বুধবার রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নাহিদ ইসলামের বাসায় দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে কয়েকটি দলের সঙ্গে জোট করার বিষয়ে আলোচনা হলেও, ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতাদের সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)–কে জোটে নেওয়ার প্রস্তাব আসতেই আলোচনা থমকে যায়।

৪০ জন নেতার মধ্যে মাত্র ৩ জন আপ বাংলাদেশের সঙ্গে জোটে যেতে রাজি হন, বাকিদের কেউ বিএনপির সঙ্গে জোট চান, কেউ আবার এককভাবে নির্বাচন করার পক্ষে মত দেন। এনসিপি নেতারা জামায়াতের সঙ্গে জোটে যেতে একেবারেই অনিচ্ছুক। এ অবস্থায় দলটির ভেতরে ভাঙন দেখা দিতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন।

‘নীতিগত কারণে পদত্যাগ করেই নির্বাচন করব’ — আসিফ মাহমুদ
বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
“নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। পদত্যাগ করেই নির্বাচন করব। আইনগতভাবে কোনো বাধা নেই, তবে নীতিগতভাবে উপদেষ্টা হিসেবে থেকে নির্বাচন করা ঠিক হবে না।”

তিনি জানান, কোন দল থেকে নির্বাচন করবেন, তা এখনো ঠিক করেননি। আগের কুমিল্লার ভোটার থাকলেও বর্তমানে তিনি ঢাকা–১০ আসনের ভোটার। বিএনপি এখনো এই আসনে প্রার্থী ঘোষণা না করায় আলোচনা রয়েছে—তিনি হয়তো এখান থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

অনিশ্চয়তায় মাহফুজ আলম, বক্তব্যে বিব্রত নীতি-নির্ধারকরা
তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও কয়েক মাস ধরে পদত্যাগ প্রসঙ্গে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছেন।
গত ২৬ অক্টোবর তিনি জানান, নভেম্বরের পর আর কেবিনেট মিটিং বসবে না—এমন মন্তব্যের পর সরকার ব্যাখ্যা দিয়ে জানায়, উপদেষ্টা পরিষদ নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর না হওয়া পর্যন্ত তাদের সভা ও সংস্কার কাজ চলবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাম্প্রতিক সময়ে তার কিছু মন্তব্য সরকারের নীতি-নির্ধারকদের বিব্রত করেছে বলেও সূত্র জানিয়েছে। এর আগে তিনি ফেসবুকে “এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে”—এমন পোস্ট দিয়ে পরে তা সরিয়ে নেন।

আপ বাংলাদেশের উত্থান
জুলাইয়ের গণ-অভ্যুত্থানের নেপথ্যে থাকা কয়েকজনের সমন্বয়ে চলতি বছরের ৯ মে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে নতুন রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।
দলটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ এবং সদস্য সচিব আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহ। ৮২ সদস্যের কেন্দ্রীয় কমিটির অধিকাংশই ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতা বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement