আইন উপদেষ্টা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়

আইন উপদেষ্টা: খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১০, ২৯ নভেম্বর ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফেসবুক স্ট্যাটাসে আসিফ নজরুল লিখেছেন, এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন এবং ফিরে এসে জানান, তার শারীরিক অবস্থা একদমই ভালো নয়। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়ার সুস্থতার জন্য।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান। তিনি জানান, খালেদা জিয়া সিসিইউতে মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা খতিয়ে দেখতে রাতে হাসপাতালে উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এসময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইন উপদেষ্টার স্ট্যাটাসটি দেখতে এখানে ক্লিক করুন 

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement