খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ জামায়াতের

খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ জামায়াতের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫১, ২৯ নভেম্বর ২০২৫

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবর শুনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

তিনি বলেন, খালেদা জিয়ার সার্বিক স্বাস্থ্যের বিষয়ে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি।

শুক্রবার (২৮ নভেম্বর) রাতের দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে ডা. শফিকুর রহমান এই উদ্বেগ প্রকাশ করেন। তিনি লিখেছেন, মহান রাব্বুল আলামীনের দরবারে আন্তরিক দোয়া করি—আল্লাহ তা’য়ালা যেন বেগম খালেদা জিয়াকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন, তাঁর সকল কষ্ট সহজ করে দেন এবং তাঁর জন্য উত্তম ব্যবস্থা নিশ্চিত করুন। পাশাপাশি তিনি দেশবাসীর জন্যও দোয়া করেন যেন মহান আল্লাহ সকলকে রোগ, ব্যাধি ও বিপদ থেকে রক্ষা করুন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement