সংশ্লিষ্ট সূত্র জানায়, শহীদ ওসমান হাদির মরদেহ বহনকারী বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবে।
ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে অবতরণ করার সম্ভাবনা রয়েছে।
এর আগে সিঙ্গাপুরে শহীদ ওসমান হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে (The Angullia Mosque) এই জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশে শহীদ ওসমান হাদির জানাজা আগামী শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের মানুষ অংশ নেবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।





























