শহিদ ওসমান হাদির: এক বীরের গল্প

শহিদ ওসমান হাদির: এক বীরের গল্প ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪২, ১৯ ডিসেম্বর ২০২৫

ঢাকা: গণঅভ্যুত্থান ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শহিদ ওসমান হাদি শেষ পর্যন্ত মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন।

জাতীয় শৃঙ্খলা ও দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য দীর্ঘদিন সংগ্রাম করে আসা হাদি ১২ ডিসেম্বর জুমার নামাজের পর নির্বাচনি প্রচারের পর অটো রিক্সায় ফেরার পথে ঢাকা বিজয় নগর বক্স কালভার্ট এলাকায় গুলিবিদ্ধ হন।

গুরুতর অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ঢাকা এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করতে করতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইনকিলাব মঞ্চ ও রাজনৈতিক মহল জানিয়েছেন, শহিদ ওসমান হাদি শুধু একজন বিপ্লবী নেতা ছিলেন না, তিনি প্রতিটি প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক। যদিও তার শ্বাস বন্ধ হয়ে গেছে, তার আদর্শ ও সংগ্রামের ধারা অমর থেকে যাবে।

শহিদ ওসমান হাদির স্মৃতিকে শ্রদ্ধা জানিয়ে জানানো হয়েছে, তিনি সর্বদা ইনকিলাব মঞ্চ ও দেশের মুক্তি সংগ্রামে আমাদের হৃদয়ে জীবিত থাকবেন।

শান্তিতে বিশ্রাম নিন শহিদ ওসমান হাদি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement