হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ, রাজপথে ছাত্র-জনতা

হাদির মৃত্যুতে দেশজুড়ে বিক্ষোভ, রাজপথে ছাত্র-জনতা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৪, ১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবরে রাজধানী ঢাকাসহ সারা দেশে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পরপরই দেশজুড়ে শুরু হয় নজিরবিহীন বিক্ষোভ, যা ক্রমেই ব্যাপক রূপ ধারণ করেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ছাত্র-জনতা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। একই সময়ে দেশের বিভিন্ন জেলা ও শহরেও বিক্ষোভ শুরু হয় বলে জানা গেছে।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা’, ‘ভারতের আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’—সহ নানা স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান বিন হাদির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। মুহূর্তের মধ্যেই কয়েক হাজার বিক্ষোভকারী শাহবাগে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বিক্ষোভকারীদের সংখ্যা আরও বাড়তে থাকে। ফলে শাহবাগ এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

হাদির মৃত্যু ঘিরে সৃষ্ট এই গণবিক্ষোভ দেশজুড়ে গভীর শোক, ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement