যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়: আসিফ মাহমুদ

যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়: আসিফ মাহমুদ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:০০, ১৯ ডিসেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, যারা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করছে তারা জুলাই আন্দোলনের কেউ নয়; বরং তারা পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ।

বৃহস্পতিবার রাত ১টা ২০ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, শহিদ ওসমান হাদি আমাদের গঠনমূলক সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক লড়াইয়ের পথ দেখিয়েছেন। আগুন, ভাঙচুর কিংবা সন্ত্রাস কখনোই হাদি ভাইয়ের আদর্শ বা রাজনীতির অংশ ছিল না।

তিনি আরও বলেন, যারা আগুন দিচ্ছে তারা জুলাইয়ের কেউ নয়। তারা পরিকল্পিত ষড়যন্ত্রকারী এবং হাদি ভাইয়ের লড়াইকে বিতর্কিত করার জন্য মাঠে নামা অনুপ্রবেশকারী। এই সহিংসতা শহিদ হাদির আদর্শের সম্পূর্ণ বিপরীত।

পোস্টের শেষাংশে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, হাদির জন্য আমাদের বিভাজন নয়, ঐক্য প্রয়োজন। তাঁর আত্মত্যাগকে সম্মান জানাতে হলে শান্তিপূর্ণ ও গঠনমূলক পথেই এগোতে হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement