প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২৩, ১৯ ডিসেম্বর ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর রাজধানীর শাহবাগ এলাকায় চলমান বিক্ষোভের মধ্যেই দৈনিক প্রথম আলো পত্রিকার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ জনতা এই হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে রাজধানীর কাওরানবাজারে অবস্থিত প্রথম আলো পত্রিকার প্রধান কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মধ্যরাতে শাহবাগ এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল কাওরানবাজারের দিকে অগ্রসর হয়। মিছিলটি পত্রিকা কার্যালয়ের সামনে পৌঁছালে সেখানে প্রথম আলো ও ভারতবিরোধী নানা স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

একপর্যায়ে উত্তেজিত জনতার একটি অংশ পত্রিকার কার্যালয়ের ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। অফিসের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও কম্পিউটার সামগ্রী এলোমেলো করে নিচে ফেলে দেওয়া হয়। এছাড়া কার্যালয়ের সামনের অংশে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে, যা মুহূর্তের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

হাদির মৃত্যুকে কেন্দ্র করে শাহবাগসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ার মধ্যেই এই হামলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement