তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: তারেক রহমান

তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:০৫, ২৫ ডিসেম্বর ২০২৫

দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত বিশাল গণসংবর্ধনা মঞ্চে লাখো মানুষের উদ্দেশে ভাষণ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেগঘন এই ভাষণে তিনি দেশের চলমান বাস্তবতা, ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং করণীয় নিয়ে স্পষ্ট বার্তা দেন।

আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র এখনও পুরোপুরি থেমে যায়নি—এ কথা উল্লেখ করে তিনি দেশবাসীকে সর্বোচ্চ ধৈর্য ও সচেতনতা বজায় রাখার আহ্বান জানান। তার ভাষায়, যেকোনো মূল্যে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করতে হবে এবং কোনো ধরনের উসকানিতে পা দেওয়া যাবে না। বিশেষ করে তরুণ প্রজন্মকে সামনে এগিয়ে এসে দেশের দায়িত্ব নেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, ইতিহাস সাক্ষী—সংকটের মুহূর্তে জাতি যদি ঐক্যবদ্ধ থাকে, তবে কোনো ষড়যন্ত্রই সফল হতে পারে না। তরুণদের উদ্দেশে তিনি বলেন, এই সময়টাই ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলার সময়। দায়িত্বশীল আচরণ, সহনশীলতা এবং দেশের প্রতি দায়বদ্ধতাই আগামী দিনের বাংলাদেশকে নিরাপদ ও সমৃদ্ধ করবে।

মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ উক্তির প্রসঙ্গ টেনে তারেক রহমান নিজের রাজনৈতিক দর্শন ও ভবিষ্যৎ ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমার একটি পরিকল্পনা আছে’—আই হ্যাভ অ্যা প্ল্যান। এই পরিকল্পনা কোনো একক ব্যক্তির নয়, এটি দেশের প্রতিটি মানুষের কল্যাণের কথা ভেবে করা। এই মহাপরিকল্পনার লক্ষ্য হলো বাংলাদেশের মানুষের ভাগ্যের মৌলিক পরিবর্তন ঘটানো এবং একটি শক্তিশালী অর্থনৈতিক কাঠামো ও কার্যকর গণতান্ত্রিক ভিত্তির ওপর দাঁড়ানো রাষ্ট্র গড়ে তোলা।

তিনি স্পষ্ট করে বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন কোনো একজনের পক্ষে সম্ভব নয়। এর জন্য প্রয়োজন দেশের প্রতিটি মানুষের সক্রিয় অংশগ্রহণ, সহযোগিতা ও সমর্থন। জনগণকে সঙ্গে নিয়েই তিনি একটি ন্যায়ভিত্তিক, উন্নত ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে চান বলে উল্লেখ করেন।

মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দের উদ্দেশে তারেক রহমান ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, বিভক্তি নয়, ঐক্যই পারে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ নির্মাণ করতে। তার বিশ্বাস, জনগণের শক্ত সমর্থন থাকলে সব ধরনের উসকানি ও ষড়যন্ত্র অতিক্রম করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।

তারেক রহমানের এই ‘প্ল্যান’ বা পরিকল্পনাকে কেন্দ্র করেই জুলাই অভ্যুত্থান-পরবর্তী নতুন বাংলাদেশের স্বপ্ন আরও দৃঢ় হচ্ছে। অনেকের চোখে এটি শুধু একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা, যেখানে আশা, ঐক্য এবং উন্নয়নের নতুন অধ্যায় রচিত হওয়ার প্রত্যাশা জাগছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement