সবাই মিলে গড়ব মোদের বাংলাদেশ: তারেক রহমান

সবাই মিলে গড়ব মোদের বাংলাদেশ: তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:০৭, ২৫ ডিসেম্বর ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, সবাই মিলে নিরাপদ দেশ গড়ার সময় এসেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা মঞ্চে তিনি বলেন, দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে প্রতিটি স্তরের মানুষকে অংশ নিতে হবে।

তিনি বলেন, আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলব যা একজন মা স্বপ্নেও দেখেন—একটি নিরাপদ দেশ, যেখানে নারী, পুরুষ ও শিশু নির্বিঘ্নে ঘর থেকে বের হতে পারে এবং নিরাপদে ফিরে আসতে পারে।

তারেক রহমান দেশের মুক্তি ও সার্বভৌমত্ব রক্ষায় ’৭১ সালের স্বাধীনতা সংগ্রাম এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, দেশের মানুষ শুধু কথা বলার অধিকারই চাই না, বরং গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকারও ফিরে পেতে চায়। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের নেতৃত্বের দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে তারেক রহমান বলেন, শহীদ ওসমান হাদীর স্বপ্ন অনুযায়ী দেশের মানুষ যেন অর্থনৈতিক অধিকার ও ন্যায্য সুযোগ-সুবিধা ফিরে পায়। তিনি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার পর লাল-সবুজ রঙে সাজানো বিশেষ বাসে সংবর্ধনাস্থলে পৌঁছান। এই দীর্ঘ প্রতীক্ষার মধ্যে দেশবাসী তাকে স্বাগত জানান, হাজারো মানুষ ‘লিডার আসছে’ স্লোগান দিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

তিনি দেশের শান্তি, সমৃদ্ধি ও একটি ন্যায়নিষ্ঠ সমাজ প্রতিষ্ঠার জন্য সকলের একাত্মতা ও সহযোগিতা কামনা করেন, এবং বলেন, এ কাজের জন্য ধর্ম, বর্ণ বা অঞ্চল নির্বিশেষে প্রতিটি মানুষকে অংশগ্রহণ করতে হবে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement