জানাজাস্থলে মাকে নিয়ে পৌঁছালেন তারেক রহমান

জানাজাস্থলে মাকে নিয়ে পৌঁছালেন তারেক রহমান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:১৬, ৩১ ডিসেম্বর ২০২৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে গুলশান থেকে জানাজার উদ্দেশে জাতীয় সংসদ ভবনে নেওয়া হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টা ৫২ মিনিটে বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে জানাজাস্থলে পৌঁছায়। এ সময় পুরো এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

গাড়িবহরে একটি লাল-সবুজ রঙের বাসও রয়েছে। ওই বাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের অন্যান্য সদস্যরা অবস্থান করছেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ দলটির শীর্ষ নেতৃবৃন্দ এবং খালেদা জিয়ার ঘনিষ্ঠ স্বজনরাও গাড়িবহরে অংশ নেন।

জানাজা শেষে সাবেক রাষ্ট্রপতি ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানাজা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং যেকোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি এড়াতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ লক্ষ্যে রাজধানীতে মোট ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত—৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি—টানা তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণাও দেওয়া হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement