খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক চেম্বার অব কমার্সের গভীর শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সার্ক চেম্বার অব কমার্সের গভীর শোক ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৩, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এসসিসিআই)।

এক শোকবার্তায় সংগঠনটি তাকে বাংলাদেশের রাজনীতির একজন অগ্রদূত এবং প্রভাবশালী নেত্রী হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, তার প্রয়াণে বাংলাদেশ একজন বিশিষ্ট রাষ্ট্রনায়ককে হারিয়েছে এবং সার্কভুক্ত দেশগুলোর বাণিজ্যিক সমাজও তার শূন্যস্থান অনুভব করবে।

এসসিসিআই-এর প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন তার বার্তায় বলেছেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অসাধারণ নেতৃত্ব প্রদর্শন করেছেন এবং দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। গণতান্ত্রিক অগ্রগতির প্রতি তার গভীর নিষ্ঠা বাংলাদেশের রাজনৈতিক কাঠামো গঠনে এক অনন্য ভূমিকা রেখেছে, যা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। জনস্বার্থে তার নিরলস পরিশ্রম এবং সুযোগ্য নেতৃত্ব অসংখ্য মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শোকবার্তায় এসসিসিআই মরহুমার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেছে। সংগঠনটির পক্ষ থেকে বেগম খালেদা জিয়ার শোকসন্তপ্ত পরিবার, অন্তর্বর্তী সরকার এবং তার আদর্শে অনুপ্রাণিত সাধারণ মানুষের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়া প্রার্থনা করা হয়েছে, এই কঠিন সময়ে তার স্বজন এবং অনুসারীরা ধৈর্য ধারণ করার শক্তি পান।

দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব সামলানো এবং তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রীর মৃত্যুতে শুধু রাজনৈতিক মহল নয়, বাণিজ্যিক ও আন্তর্জাতিক মহলেও শোকের ছায়া নেমে এসেছে। সার্ক চেম্বার অব কমার্সের মতে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের উন্নয়নে তার অবদান ব্যবসায়িক সমাজের কাছে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। প্রিয় নেত্রীকে হারানোর এই বেদনাদায়ক মুহূর্তে এসসিসিআই মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তার অনুসারীদের জন্য ধৈর্য ও সহনশীলতার প্রার্থনা করেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement