নজরুলের কবিতায় দাদুকে স্মরণ জাইমা রহমানের
Published : ১৮:৪২, ১ জানুয়ারি ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতার পঙ্ক্তির মাধ্যমে সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক প্রোফাইলে তিনি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘বিদায়-বেলায়’ শেয়ার করেন। কবিতার গভীর আবেগ ও বিদায়ের বেদনাবিধুর পঙ্ক্তির মধ্য দিয়ে তিনি খালেদা জিয়াকে স্মরণ করেন বলে মনে করছেন অনেকে।
জাইমা রহমানের শেয়ার করা কবিতায় বিদায়ের মুহূর্তে অশ্রুসজল চোখে তাকিয়ে না থাকার অনুরোধ, কণ্ঠে বিদায়ের গান না তোলার আহ্বান এবং জীবনের সকল বেদনা হাসির আড়ালে লুকিয়ে রেখে বিদায়ের দিনে না কাঁদার বার্তা উঠে এসেছে। কবিতার প্রতিটি স্তবকে পথচলার ক্লান্তি, একাকিত্ব, অভিমান ও অদৃশ্য ভালোবাসার যন্ত্রণা গভীরভাবে প্রকাশ পেয়েছে।
কবিতায় দূরপথের পথিককে উদ্দেশ করে বলা হয়েছে— তার ব্যথা হয়তো সে নিজেই সবচেয়ে ভালো বোঝে, কিন্তু তার বিদায়ের কথায় অগণিত হৃদয়ে নীরব কান্না জমে থাকে। প্রিয়জনের চলে যাওয়ায় যে অসংখ্য মানুষের অপ্রকাশিত বেদনা লুকিয়ে থাকে, সেই অনুভূতিই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে।
নজরুলের এই বিদায়-বিষণ্ন কবিতাটি শেয়ার করে জাইমা রহমান মূলত একটি আবেগঘন সাহিত্যিক প্রকাশের মাধ্যমে বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা ও গভীর ভালোবাসা নিবেদন করেছেন বলে ধারণা করা হচ্ছে।
বিডি/এএন





























