গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশি অভিযান, আটক ১৭

গাজীপুরে আবাসিক হোটেলে পুলিশি অভিযান, আটক ১৭ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৯:১২, ১ জানুয়ারি ২০২৬

গাজীপুরে একটি আবাসিক হোটেলে পুলিশ অভিযান চালিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১ নারীসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার রাতে গাজীপুর মহানগরের বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় অবস্থিত তাজমহল আবাসিক হোটেলে এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে হোটেলটিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ।

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ জানান, অভিযানের সময় হোটেলটিতে অনৈতিক কর্মকাণ্ড চলছিল বলে অভিযোগ পাওয়া যায়। সে সময় ঘটনাস্থল থেকে ১৭ জনকে আটক করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে ১১ জন নারী রয়েছেন। এছাড়া হোটেলটির ম্যানেজার, কর্মচারী এবং খদ্দেরসহ ৬ জন পুরুষকেও আটক করা হয়েছে। অভিযানের পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement