র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডে আরও ২ আসামি গ্রেপ্তার

র‍্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডে আরও ২ আসামি গ্রেপ্তার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:২০, ২৭ জানুয়ারি ২০২৬

চট্টগ্রামের বহুল আলোচিত জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত র‌্যাব-৭ এর উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়ার হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭।

এ নিয়ে এ মামলায় এখন পর্যন্ত মোট তিনজন আসামিকে আটক করা হলো।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে র‌্যাব-৭ এর পক্ষ থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে একই মামলার আরেক আসামি কালা বাচ্চুকে জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এক নম্বর সমাজের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, প্রশাসনিকভাবে জঙ্গল সলিমপুর সীতাকুণ্ড উপজেলার অন্তর্ভুক্ত হলেও ওই এলাকায় যাতায়াতের প্রধান পথ চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে।

প্রায় তিন হাজার ১০০ একর খাস জমির ওপর বিস্তৃত জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরে অবৈধ বসতি ও দখলের কারণে একটি ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে। পাহাড় কেটে গড়ে ওঠা এই বসতি এখন কার্যত একটি দুর্ভেদ্য অঞ্চলে রূপ নিয়েছে।

গত চার দশক ধরে সরকারি পাহাড় কেটে সেখানে হাজার হাজার অবৈধ ঘরবাড়ি নির্মাণ করা হয়েছে। এখনো চলছে পাহাড় কাটা ও প্লট বাণিজ্য। এই অবৈধ দখল ও বাণিজ্য টিকিয়ে রাখতে এলাকায় গড়ে তোলা হয়েছে সংঘবদ্ধ সন্ত্রাসী চক্র। এসব সন্ত্রাসীরা সব সময় সশস্ত্র অবস্থায় পাহারা দেয় বলে অভিযোগ রয়েছে। জঙ্গল সলিমপুরকে কেন্দ্র করে বারবার হামলা ও সংঘর্ষের ঘটনায় স্থানীয় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে আতঙ্কে রয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে র‌্যাব-৭ এর একটি দল চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের গাড়ির পথরোধ করে। এ সময় গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং র‌্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়। এতে র‌্যাবের চারজন সদস্য গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উপ-সহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য তিন সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়।

পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে মোতালেব হোসেন ভূঁইয়ার মরদেহ কুমিল্লায় নেওয়া হয়। সেখানে জানাজা শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement