যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের মুহূর্তে একটি ব্যক্তিগত জেট বিমান ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৬ জানুয়ারি) দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, রোববার রাত আনুমানিক ৭টা ৪৫ মিনিটে ব্যাঙ্গর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের চেষ্টা করার সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মাটিতে আছড়ে পড়ে। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, দুর্ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং বুধবার পর্যন্ত এটি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
ব্যাঙ্গর পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইট ম্যানিফেস্ট অনুযায়ী বিমানটিতে মোট ছয়জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় বিমানে থাকা সবাই প্রাণ হারিয়েছেন। যাত্রীদের পরিচয় ও অন্যান্য বিস্তারিত তথ্য সম্পর্কে প্রাথমিকভাবে কিছু জানানো হয়নি।
এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা বোর্ড যৌথভাবে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র তুষারঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনায় পড়তে পারে।
উল্লেখ্য, গত সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় প্রবল ঝড়, শিলাবৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। এর ফলে বহু স্থানে বিমান চলাচল ও সড়ক যোগাযোগ ব্যাহত হয়েছে।
একই সঙ্গে দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় অসংখ্য বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যার প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক বাণিজ্যিক বিমান চলাচলেও।

































