অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে-স্কেল বাস্তবায়ন করবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অবস্থান স্পষ্ট করেন।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো নিয়ে গঠিত পে-কমিশনের প্রতিবেদন ইতোমধ্যে জমা দেওয়া হয়েছে। তবে অন্তর্বর্তী সরকার এই পে-স্কেল কার্যকর করবে না। নির্বাচিত সরকার চাইলে এটি বাস্তবায়ন করতে পারে অথবা বাতিল করার সিদ্ধান্তও নিতে পারে।
উপদেষ্টা জানান, প্রস্তাবিত পে-স্কেল ভবিষ্যতের নির্বাচিত সরকারের ওপর কোনো অতিরিক্ত চাপ তৈরি করবে না। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধি নিয়ে যে অসন্তোষ ছিল, তা সামাল দিতেই অন্তর্বর্তী পে-কমিশন গঠন করা হয়েছে, যাতে নির্বাচিত সরকারকে সরাসরি সেই ক্ষোভের মুখে পড়তে না হয়।
তিনি আরও বলেন, ‘হ্যাঁ’ ভোটের জন্য সরকার কিছু বিশেষ বরাদ্দ দিয়েছে।
সভায় অন্যান্য সিদ্ধান্তের কথা জানিয়ে মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, বাংলাদেশ বর্তমানে সামরিক সরঞ্জাম আমদানি করে থাকে, তবে ভবিষ্যতে দেশেই এসব সরঞ্জাম উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে চট্টগ্রামে ডিফেন্স ইকোনমিক জোনের জন্য জমি বরাদ্দ দেওয়া হয়েছে।
এ ছাড়া রমজানকে সামনে রেখে ১০ হাজার টন মসুর ডাল ও ১ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি র্যাবের জন্য ১০০টি জিপ কেনা এবং ৪০ হাজার টন ইউরিয়া সার আমদানির অনুমতিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।





























