টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরতে পারে বাংলাদেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৩৯, ২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে ক্রিকেট বিশ্বে পরিস্থিতি নাটকীয় নতুন মোড় নিয়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ প্রথমে ভারতের মাঠে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে অংশ নেওয়ায় রাজি না হওয়ায় তাদের সাময়িকভাবে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হয়েছিল।

বাংলাদেশের স্থানে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয় স্কটল্যান্ডকে।

তবে সর্বশেষ খবরে জানা গেছে, বাংলাদেশ আবারও বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পেতে পারে। বিষয়টি এখন অনেকটাই নির্ভর করছে পাকিস্তানের সিদ্ধান্তের ওপর।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত নিলে, বাংলাদেশকে ‘এ’ গ্রুপে তাদের স্থলাভিষিক্ত করা হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলতে পারবে, যা লজিস্টিক ব্যবস্থাপনা অনেক সহজ করবে।

পাকিস্তান বিশ্বকাপে অংশ নেবে কি না, এ সিদ্ধান্তের দিকেই এখন বাংলাদেশের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে। বিসিবি এই পরিস্থিতিতে নিজেদের অবস্থান আরও সতর্কতার সঙ্গে পর্যালোচনা করছে।

তবে পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কটের পথ বেছে নিলে, তাদের জন্য কঠোর শাস্তির সম্ভাবনা রয়েছে। আইসিসি সূত্র জানাচ্ছে, এমন সিদ্ধান্তের ফলে পাকিস্তান শুধু বিশ্বকাপ থেকেই নয়, এশিয়া কাপ থেকেও বাদ পড়তে পারে।

চলমান এই অনিশ্চয়তার মধ্যে, টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত চিত্র কী হবে, সেটাই এখন ক্রিকেট বিশ্ব ও ভক্তদের প্রধান আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement