রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু দুর্নীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু দুর্নীতি: স্বরাষ্ট্র উপদেষ্টা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৬, ২৭ জানুয়ারি ২০২৬

দুর্নীতি একটি রাষ্ট্রের জন্য সবচেয়ে বড় হুমকি এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক ক্ষতি ডেকে আনে না; এটি ধীরে ধীরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ভেতর থেকে দুর্বল করে দেয় এবং সাধারণ মানুষের আস্থা নষ্ট করে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গাজীপুরের কাশিমপুর কারা ক্যাম্পাসে অবস্থিত কারা প্রশিক্ষণ কেন্দ্রের প্যারেড গ্রাউন্ডে ৬৩তম ব্যাচের মহিলা কারারক্ষীদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা তার বক্তব্যে কারা প্রশাসনের গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় কারাগার পরিচালনায় নিরাপত্তা ও মানবাধিকার—এই দুই বিষয় পরস্পর পরিপূরক।

রাষ্ট্রের দায়িত্ব হলো কারাগারে বন্দিদের মৌলিক মানবাধিকার সংরক্ষণ করা এবং তাদের সংশোধিত নাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া।

তিনি আরও বলেন, কারাবন্দিদের প্রতি মানবিক আচরণ, ন্যায্য সুযোগ-সুবিধা প্রদান, বৈষম্যহীনতা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করা কেবল আইনগত দায়িত্ব নয়; বরং এটি একটি রাষ্ট্রের নৈতিক অবস্থানের প্রতিফলন।

তাই বন্দিদের নিরাপত্তার পাশাপাশি তাদের মানবাধিকার নিশ্চিত করতে হবে, আর এ ক্ষেত্রে প্রশিক্ষিত, সৎ ও মানবিক দৃষ্টিভঙ্গিসম্পন্ন কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কারাগারকে একটি সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এটি ক্রিমিনাল জাস্টিস সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ। বিচার ব্যবস্থার মাধ্যমে কারাগার অপরাধীদের নিরাপদে আটক রাখে, অপরাধ দমন, অপরাধীর সংশোধন এবং সামাজিক পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি সতর্ক করে বলেন, কোনো কারা সদস্য যদি ব্যক্তিস্বার্থ, লোভ কিংবা রাজনৈতিক সুবিধার অংশ হয়ে কাজ করে, তবে সে শুধু আইন লঙ্ঘনই করে না— বরং রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে দেয়।

কারা সদস্যরা কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর রক্ষক নন; তারা জনগণের করের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মচারী। তাই জনস্বার্থ রক্ষা করাই তাদের একমাত্র দায়িত্ব ও ব্রত হওয়া উচিত।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কারা প্রশাসন গড়ে তুলতে কারারক্ষীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানের শেষে তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেমের দায়িত্ব হৃদয়ে ধারণ করে নবীন প্রশিক্ষণপ্রাপ্ত কারারক্ষীরা সততা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা রাখবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement