ভোটকেন্দ্রে কোনো জটলা সহ্য করা হবে না: ইসি

ভোটকেন্দ্রে কোনো জটলা সহ্য করা হবে না: ইসি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:১৮, ২৭ জানুয়ারি ২০২৬

নির্বাচনের দিন ভোটকেন্দ্রে কোনো ধরনের জটলা সহ্য করা হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত নির্বাচন বিষয়ক আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ইসি সানাউল্লাহ বলেন, ভোট হবে উৎসবমুখর। নির্বাচনের দিন কোনটা ভোটের আনন্দ ও উৎসব এবং কোনটা ভোট বাধাগ্রস্ত করার চেষ্টা তা পরিষ্কারভাবে আলাদা করতে হবে। যা বুঝেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, আমরা সবার প্রচেষ্টায় একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই। নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত সবাইকে একে অপরের সঙ্গে সমন্বয় রেখে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

সানাউল্লাহ উল্লেখ করেন, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি এবং স্থানীয় কর্তৃপক্ষ জানে কার কাছে অবৈধ অস্ত্র রয়েছে, কোনো বহিরাগত আছে কিনা, এবং এলাকার বর্তমান পরিস্থিতি। তাদের তথ্য-উপাত্ত ও সোর্স ব্যবহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, কলম নিয়ে কেউ পোস্টাল ব্যালটের যাচাই কক্ষে প্রবেশ করতে পারবে না। যে ব্যালট ভোটারের মাধ্যমে ভেরিফাই করা হচ্ছে না, তা গ্রহণযোগ্য হবে না। ভোট সরাসরি লাইভ ভেরিফিকেশনের মাধ্যমে প্রদান করতে হবে, নয়তো সেই ভোট গণনায় অন্তর্ভুক্ত হবে না।

তিনি যোগ করেন, এই নির্বাচন দীর্ঘদিনের প্রত্যাশা এবং স্বপ্নের ফল। এটিকে কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement