ভারতের অভিযোগ: পাকিস্তান বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে

ভারতের অভিযোগ: পাকিস্তান বাংলাদেশের ওপর প্রভাব ফেলছে ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:০৭, ২৭ জানুয়ারি ২০২৬

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তার স্থলাভিষিক্ত হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের পর ভারত ও পাকিস্তান এখন প্রকাশ্যে মুখোমুখি অবস্থানে রয়েছে।

ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভিযোগ করেছে, পাকিস্তান বাংলাদেশকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। বিসিসিআইয়ের ভাইস-প্রেসিডেন্ট রাজিব শুক্লা সোমবার এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালকে (এএনআই) দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বাংলাদেশকে বিশ্বের সেরা টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বিরত রাখার পেছনে পাকিস্তানের বড় ভূমিকা রয়েছে। পাকিস্তানের এই ধরনের আচরণ পুরোপুরি অগ্রহণযোগ্য।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কায় ম্যাচের জন্য অনুরোধ জানানো হলেও আইসিসি তা বাতিল করে। পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয় এবং বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করা হয়।

এই সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে লক্ষ্য করে ‘অবিচার’-এর প্রতিবাদ হিসেবে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ২৪ জানুয়ারি আইসিসির দ্বিমুখী নীতি বা ‘ডাবল স্ট্যান্ডার্ড’ নিয়ে অভিযোগ তোলেন। তিনি জানান, বাংলাদেশকে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এবং আইসিসি একটি দেশের জন্য একটি নিয়ম এবং অন্য দেশের জন্য ভিন্ন নিয়ম প্রয়োগ করছে।

নাকভি বলেন, পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত এখন সরকারের ওপর নির্ভর করছে। সেই প্রেক্ষাপটে তিনি সোমবার প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন।

পাকিস্তানি ও ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে বিশ্বকাপ বয়কটের সম্ভাবনা এবং ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে অনুষ্ঠিতব্য ভারত-পাকিস্তান ম্যাচ বর্জনের দিকও আলোচ্য হয়েছে। বৈঠকের পর নাকভি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, প্রধানমন্ত্রী সব বিকল্প বিবেচনা করে সমস্যার সমাধানের নির্দেশ দিয়েছেন।

অপর দিকে, রাজিব শুক্লা দাবি করেছেন, পাকিস্তান রাজনৈতিকভাবে বাংলাদেশকে প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি বলেন, বাংলাদেশকে প্ররোচিত করে ভুল সিদ্ধান্তে প্ররোচিত করা হচ্ছে, যা মোটেই গ্রহণযোগ্য নয়।

উল্লেখ্য, রাজিব শুক্লা ভারতের রাজ্যসভার সদস্য এবং মহসিন নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে মুস্তাফিজুর রহমানকে আইপিএল দল থেকে বাদ দেওয়া, বাংলাদেশকে ভারতে খেলতে না দেওয়া এবং বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া কেবল ক্রিকেটের বিষয় নয়; এটি এখন ভারত-পাকিস্তান কূটনৈতিক সম্পর্কেও উল্লেখযোগ্য প্রভাব ফেলছে।

এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে নতুন উত্তেজনার জন্ম দিয়েছে, যেখানে ক্রীড়া ও কূটনীতি মিলেমিশে বাংলাদেশের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement