বরকতউল্লাহ বুলু: দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা খালেদা জিয়া

Published : ১৫:৪৬, ২৬ আগস্ট ২০২৫
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু সোমবার কুমিল্লা সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বলেন, বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ২২ জুলাই ঢাকার সিদ্ধেশ্বরী বাড়ি থেকে হানাদার বাহিনী খালেদা জিয়াকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেই সময় তার সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকো ও তারেক রহমান। বন্দিদশায় থাকা অবস্থায় তিনি দেশের স্বাধীনতার জন্য লড়েছেন।
বরকতউল্লাহ বুলু বলেন, স্বাধীনতাযুদ্ধ চলাকালে অন্যদিকে শেখ হাসিনা সেনাপ্রহরায় হাসপাতালে সন্তান সজীব ওয়াজেদ জয়কে জন্ম দিয়েছিলেন। একদিকে পাকবাহিনী খালেদা জিয়াকে বন্দি করেছে, অন্যদিকে শেখ হাসিনাকে সন্তানের জন্ম দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এ ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয় যে, দেশের স্বাধীনতার মূল শক্তি কারা।
তিনি আরও উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপির জন্য চ্যালেঞ্জিং হবে। কারণ দলের সামনে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। বিএনপি দাঁড়িয়েছে, অন্যদিকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধের ষড়যন্ত্রকারী এবং বিদেশি প্রভুদের দালাল এজেন্টরা বিরুদ্ধভাবে কাজ করছে।
বরকতউল্লাহ বুলু নির্বাচনী প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি বলেন, কিছু দল পিআর (প্রতিনিধি) পদ্ধতিতে ভোটগ্রহণ নিয়ে ষড়যন্ত্র করছে। পিআর মানেই মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। নির্বাচন বানচাল করার জন্য কয়েকজন পিআর নিয়ে মেতেছে। এমন পদ্ধতি উপমহাদেশের অন্য কোথাও নেই। তাই পিআর নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের ব্যাপারে সজাগ থাকা জরুরি।
এক পর্যায়ে বরকতউল্লাহ বুলু ডাকসুর নির্বাচনে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। উপস্থিত নেতাকর্মীদের পরিচিত যারা ডাকসুর ভোটার, তাদেরকেও আবিদের পক্ষে ভোট দেওয়ার জন্য উৎসাহ দেন।
দুপুর ১২টায় শুরু হওয়া দ্বিবার্ষিক সম্মেলন বিকেল ৩টায় শেষ হয়। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজি আমিন-অর রশিদ ইয়াছিন। সম্মেলন উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন।
অন্যান্য উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন: কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মুস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির।
সম্মেলনের দ্বিতীয় পর্বে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির নতুন কমিটিতে সভাপতি হিসেবে রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক হিসেবে শফিউল আলম রায়হান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ওমর ফারুককে ঘোষণা করা হয়।
BD/AN