চিফ রিটার্নিং অফিসার জানালেন ভোট গণনায় অতিরিক্ত সময়ের কারণ

চিফ রিটার্নিং অফিসার জানালেন ভোট গণনায় অতিরিক্ত সময়ের কারণ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৫, ২৬ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে কেন্দ্রীয় ও হল সংসদের ব্যালট পেপারের ধরন ও গণনা প্রক্রিয়া নিয়ে বিস্তারিত ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় সংসদের জন্য ব্যালট পাঁচ পাতার হবে, আর হল সংসদের জন্য ব্যালট এক পাতার। এর ফলে ভোট শেষে ফলাফল গণনার সময় কিছুটা দীর্ঘ হতে পারে বলে জানিয়েছেন কমিশন।

চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, “আমাদের স্ক্যানিং মেশিন প্রতি ঘণ্টায় ৫-৬ হাজার ব্যালট স্ক্যান করতে সক্ষম। কিন্তু কেন্দ্রীয় সংসদের ব্যালট পাঁচ পাতার হওয়ায় প্রতিটি ভোটে ৫ পাতার স্ক্যান করতে হবে। উদাহরণস্বরূপ, ৬ হাজার ভোটের ক্ষেত্রে মোট ৩০ হাজার পৃষ্ঠা স্ক্যান করতে হবে। ফলে আনুমানিক অতিরিক্ত ৫ ঘণ্টা সময় লাগতে পারে। তাই ফলাফল প্রকাশে ভোটারদের ধৈর্য ধরার আহ্বান জানাই।”

তিনি আরও উল্লেখ করেন, “কেন্দ্রের বাইরে থাকা ভোটাররা গণনা শেষে আন-অফিশিয়ালি ফল জানতে পারবেন। তবে অফিসিয়ালি আমরা রাত যত দেরি হোক, ফলাফল ঘোষণা করব।”

এদিকে মনোনয়নপ্রাপ্ত কয়েকজন প্রার্থী জানিয়েছেন, “প্রার্থীদের হালনাগাদ ছবি ব্যালটে যুক্ত করা উচিত। এছাড়া প্রচারণা ও পরীক্ষা একই সময়ে পরিচালনা করা সম্ভব নয়। আমাদের কাছ থেকে যথাযথ মতামত নেওয়া হচ্ছে না।”

চিফ রিটার্নিং অফিসার জসীম উদ্দিন বিষয়টি ব্যাখ্যা করে বলেন, “পরীক্ষা চলাকালীন প্রচারণা সম্পূর্ণভাবে সম্ভব নয়। তাই উভয় কার্যক্রম আলাদা সময়ে সম্পন্ন করতে হবে।”

এই নির্দেশনার মাধ্যমে নির্বাচন কমিশন ভোটার ও প্রার্থীদের জন্য পরিষ্কার করে দিয়েছে, গণনার সময় কিছুটা বিলম্ব হলেও সুষ্ঠু ও নির্ভুল ফলাফল নিশ্চিত করা হবে।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement