বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন হাসনাত আবদুল্লাহ

বাবাকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিলেন হাসনাত আবদুল্লাহ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১১:৩৯, ২৬ আগস্ট ২০২৫

বাবাকে নিয়ে আবেগঘন এক পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার নিজের ফেসবুক আইডিতে তিনি এ পোস্ট দেন।

পোস্টে হাসনাত লিখেছেন— “উনি সারাজীবন ধরে আমাদের হিমালয়-সম ব্যক্তিত্ব আর নিরাসক্ত পর্বতসম মহত্ত্ব আঁকড়ে বেঁচে থাকার শিক্ষা দিয়ে যাচ্ছেন।”

এর আগে ২০২২ সালের ৯ জানুয়ারি প্রকাশিত একটি পুরোনো স্ট্যাটাস নতুন করে শেয়ার দিয়ে হাসনাত লিখেছেন— “পাশে বসে থাকা ভদ্রলোক আমার বাবা। এটি বাবার সঙ্গে আমার প্রথম ও একমাত্র ছবি।”

হাসনাত বলেন, “উনি খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, অদ্ভুতও বটে। সারাজীবন জীবনকে নিয়ে মহাকালের অশান্ত ঢেউয়ের মধ্যে ভেসে থেকেছেন, কখনো ডুবে যাননি। নিজেকে যেমন টিকিয়ে রেখেছেন, তেমনি আমাদেরও ভাসিয়ে রেখেছেন।”

তার ভাষায়, “আমার বাবার সবচেয়ে বড় গুণ হলো, ছোটখাটো কোনো বিষয়ে তাকে আসক্ত হতে দেখিনি। ব্যক্তিগত স্বার্থে তিনি কখনো কাউকে বিরক্ত করেননি। নিজের কষ্ট মুখ বুজে সহ্য করেছেন, অন্যকে ভালো রাখার প্রবণতা তার মধ্যে সবসময় বিদ্যমান।”

আরও লিখেছেন, “সারাদিন ঝগড়া করেও বাবার কাছ থেকে যতটা পাওয়া যায়, তারচেয়ে বেশি আদায় হয় দু’মিনিট নীরব থেকে। উনি আমাদের শিখিয়েছেন মহত্ত্বের আসল মানে।”

ওই পোস্টে হাসনাত আরও উল্লেখ করেন, “আমার ঠোঁটকাটা স্বভাব বাবার কাছ থেকেই শেখা। তিনি প্রায়ই বলেন, জীবনে হার-জিত আসবে, রৌদ্রোজ্জ্বল দিনেও কালো মেঘ নামবে, ঘোর অমানিশাও নেমে আসবে কিন্তু যেটা চিরস্থায়ী, তা হলো আদর্শ। তাই কখনো নীতি-আদর্শের সঙ্গে আপস করবে না। এটাই হোক তোমার সংকল্প।”

দীর্ঘ ছয় বছর পর বাবার দেশে ফেরাকে জীবনের অন্যতম প্রাপ্তি বলে মন্তব্য করে হাসনাত লিখেছেন  “আগামী চার মাস বাবার সান্নিধ্যে থাকতে পারব। এটাই এ বছরের পাওয়া। আমার বাবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।”

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement