ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক আদর্শ বজায় রাখার আহ্বান

ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক আদর্শ বজায় রাখার আহ্বান

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৫:২০, ২৬ আগস্ট ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় রাজনীতির বাইরে থেকে গণতন্ত্রের নীতি ও সৌন্দর্য রক্ষা করতে হবে। গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য ডাকসু একটি আদর্শ মডেল হিসেবে কাজ করতে পারে, এমন মন্তব্য করেছেন ডাকসু চিফ রিটার্নিং অফিসার ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

মঙ্গলবার সকাল ১১টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট হলে ডাকসু নির্বাচনে অংশ নেওয়া ভিপি ও জিএস পদপ্রার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ বক্তব্য দেন।

ড. জসীম উদ্দীন বলেন, “২০ আগস্ট পর্যন্ত আমরা শিক্ষার্থীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। এরপর আমরা মাইলস্টোন অনুযায়ী কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। ৫২, ৬৯, ৭১, ৯০ এবং ২৪ সালের সময় বাংলাদেশকে পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তাই ডাকসু নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের কাছে আহ্বান, দলীয় রাজনীতির বাইরে থেকে গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রাখতে হবে। গণতন্ত্র বঞ্চিত জাতির জন্য ডাকসু একটি মডেল হিসেবে উদাহরণ তৈরি করতে পারে।”

তিনি আরও উল্লেখ করেন, “ডাকসু নির্বাচনের প্রচারে মুক্তিযুদ্ধ ও জাতীয় ইতিহাসের অসম্মানজনক মন্তব্য করলে তা আচরণবিধি লঙ্ঘনের অন্তর্ভুক্ত হবে। ডাকসু নিয়ে আলোচনা শুরু হওয়ার পর থেকেই যে পরিমাণ প্রেস কভারেজ আমরা পেয়েছি, তা আমি আগে কখনও দেখিনি। আসুন, আমরা একটি ঐতিহাসিক ডাকসু নির্বাচন করি।”

রিটার্নিং অফিসার অধ্যাপক শামীম রেজা বলেন, “এটি একটি আনন্দঘন মুহূর্ত। তাই প্রার্থীদের সঙ্গে কুশল বিনিময়ের জন্য আমরা আজ এই বৈঠক আয়োজন করেছি। সংক্ষেপে আমরা আচরণবিধি ও ক্যাম্পাসে প্রার্থীদের জন্য প্রত্যাশা নিয়ে আলোচনা করব।”

এই বৈঠকের মাধ্যমে প্রার্থীদের উদ্দেশ্য ছিলো শৃঙ্খলা রক্ষা, সম্মানজনক আচরণ নিশ্চিত করা এবং ডাকসু নির্বাচনে গণতান্ত্রিক ধারাকে দৃঢ়ভাবে বজায় রাখা।

BD/AN

শেয়ার করুনঃ
Advertisement